যখন—
কোনো এক ফুরসত এ,
শীতের পড়ন্ত বিকেলে..
নিঃশব্দ আদরে ছুঁয়ে যায়
ও-ওই বহুতল গুলোর গা...
তখন—
AC থেকে বেরিয়ে,
পেছনের মাঠটার গায়ে
শুয়েছ কখনো?
একবার শুয়ে..
পাশের না হওয়া
গ্রামীণ ছাপ লাগা
শহুরে রাঙামাটির পথটার দিকে
তাকিও...
সানগ্লাসটা খুলে।
বুঝবে--
গন্তব্য টা জীবন নয়...
পথটাই জীবন...!!