বহুত রাতে, কাল
চাঁদ নেমে এসেছিলো
বিছানায়
স্যারের বৌয়ের সাথে
প্রেম;
কি ঝক্কি !
- বলে গেছে
বলে গেছে, আরও চাপ,
একা একা রাত জাগা
বহুত রাতে, কাল
চাঁদ নেমে এসেছিলো
কাউন্টার চাইতে
চেয়ে গেছে,
রাত জেগে গ্রাম পাহারার
সম্মতি।
Labels: কবিতা, পুজো, সৌম্যজিৎ রজক