Thursday, September 29, 2011

ইতিকথা -- সঞ্চারী


রক্তচোষা বাদুড়ের ভোর আজকাল-
প্রাণহীন শব্দবন্ধ ডানা ভরে নিয়ে
বাদুড়েরা উড়ে আসে প্রান্ত ছুঁয়ে দিয়ে
কষ বেয়ে রক্ত ঝরছে- লাল-
ফুটো ফাটা শরীরের গায়ে
জেগে উঠছে বিন্দু বিন্দু লাল
এ বলে আমায় দ্যাখ
ও বলে আমায়- ।
একটু সুযোগ পেলে
জমাট বাঁধার,-
সেখানেই জমে যাবে সাধ্যসাধনা।
রক্তে ডোবা ফাঁদ নিয়ে
রক্ত মাখা অহেতুক খেলা;
চাঁদের মাটির ছিদ্রে
নেমে আসে ভর সন্ধ্যেবেলা।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই