এমনি করেই রাত যদি হয় বাৎ
যদি হয় দিনদুনিয়ায়
নৈশ ছাদে কাৎ হয়ে আজ এক
পা-দু পায় দিন গুনি আয়।
নেশায় নেশায় বাঁই বনাবন
ঘুরবে যখন এই পৃথিবী।
হাত-বেহাতেই নাচতে থাকুন
ইস্কাবনের টেক্কা-বিবি।
ঠ্যাং দোলাবেন দস্যি
হাওয়ায় মাঘ-ফাগুনের কৃষ্ণচূড়া
মিলন্তি রং মিললে তখন
খুন্তি নাড়েন দিগ বধূরা।
ঠানদি হাতের
হাণ্ডিকাবাব-- বজ্র- বাঁধন ফস্কা গেরো
আলতো হাতে ঢাল তো পাতে---
আর কি ভাবিস সাতসতেরো?
কেউ কি জানিস, আমরা কজন এই ছাদে
এই রাতবিরেতে
রোজ আসি আর ভোজ সেরে রোজ
জ্যোছনা জমাই ছাঁকনি পেতে!
আধমিনিটের চাঁদনী মিতে, নয় তো নেহাৎ
সস্তা সে যে
রোজের হিসাব করছি দাখিল
দলিল এবং দস্তাবেজে।
টিফিন- ক্যারি উপচে যেদিন
জমবে আলো রাতদুপুরে
আমরা চাঁদের হাট বসাবো
গঞ্জে- গাঁয়ে শহর জুড়ে।