পুজো আসে, দীপাবলি, রকেট চিরে
দেয় মেঘ
আমার পাড়ায় বাচ্চারা অথবা
চেকবই ভুলে, রাজনৈতিক থ্রেটনিং, ক্যাশকার্ড
ভুলে
রকেট ছোঁড়ে
অথচ ওপার থেকে আমাদের জন্য ছুঁড়ে দেয়
ঘৃণা, অহংকার, থুতু
কী সুন্দর সুন্দর নাম দেয় সব বোমার
তবু মনে প্রাণে চাই, এ পাড়া একদিন আমেরিকা হবে
স্টেটস্ , আমাদের যা যা দেয়,
ফরোয়ার্ড করি ভিখিরি, কবি ও কম্যুনিস্টকে
চুপচাপ বসে পড়ি ঠ্যাং তুলে
চ্যানেল বদলাতে বদলাতে দেখি
বি.বি.সি. শেখাচ্ছে চুমু খাওয়ার কায়দাকানুন
আর
আনন্দবাজার ধ্বংসের শৌখিন প্রতিশব্দ
খুঁজে চলেছে একটা।