কথাগুলো এবার থেকে ট্রেন
চলে যাওয়া প্ল্যাটফর্মের মতো
কথাগুলো আমাদের, শান্ত থাকবে এবার
থেকে
সে সব বদরাগী রঙ ঝেড়ে
ফেলবো ঠোঁট থেকে,
যা ভাগিয়ে দেয় বন্ধুদের
কবিতা শুরু থেকেই প্রেমের
কবিতা আমাদের, প্রেমেরই থাকবে
আজীবন
রক্ত না, বমি না, পিত্তি বা পুঁজ না
এমনকি আমাদের হাতধরা
কানামাছি
চুমু খাওয়ার নিষেধাজ্ঞা
জারি হলেও
লোমকূপকে বলবো : ‘শান্ত’
নিজেকে : ‘শান্ত’
এবার থেকে লাঠির বদলে
গুলির বদলে যদি
আমাদের বিশ্বাস ছুঁড়ে
মারো,
বিস্ফোরণের কথা ভুলেও
ভাববো না
কাল সকালে লিফলেটও যাবে না কোনো
আমরা বিনয়ী হয়ে উঠবো,
ভদ্রলোক;
কাল থেকে নিজেকে বলবো : ‘চুপ’
পুরুষাঙ্গকে বলবো : ‘বাঞ্চোৎ কেঁদো না
রাজা যখন আছেন
হিল্লে হবেই একটা’